Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর সৌদি সফরের ফসল ৫৬০টি মডেল মসজিদ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:২৮ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:২৮ PM

bdmorning Image Preview


সৌদি সরকারের সাথে বাংলাদেশের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি সৌদি সফরের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও সুদৃঢ় রয়েছে। এরই অংশ হিসেবে সৌদি সরকারের অর্থ উপদেষ্টা ফাহাদ আল ওতাইবি সাম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। এই সফরের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আলেম-উলামাদের বিনয়, প্রজ্ঞা ও হেকমতের সাথে ইসলাম প্রচার করার আহবান জানিয়েছেন তিনি।

এছাড়াও ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ প্রশংসার যোগ্য বলেন, প্রধানমন্ত্রীর সৌদি সফরের ফসল ৫৬০টি মডেল মসজি স্থাপনের উদ্যোগ নেওয়া।  রাজধানীর একটি হোটেল ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘বিশ্ব শান্তির অণ্বেষা- প্রকৃত দ্বীনি শিক্ষা ও দাওয়াত এবং দ্বীনের সুরক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী উদ্ভাবিত ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের কনসেপ্ট বিশ্ববাসী গ্রহণ করলে বিশ্ব শান্তির পথ সুগম হবে বলে বক্তারা দাবি করেন।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শনের জন্য ৪ সদস্যের রাজকীয় সৌদি সরকারী প্রতিনিধি রোববার রাতে বাংলাদেশে আসেন।

সফরকারী সৌদি প্রতিনিধিদল আজ সকালে ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন। এরপর তাঁরা বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর চত্ত্বওে আয়োজিত ক্যালিওগ্রাফী প্রদর্শনী, গণশিক্ষা, ইমাম প্রশিক্ষণ ও দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার ডামী প্রদর্শনী পরিদর্শন করেন।

Bootstrap Image Preview