Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খানসামায় সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:২০ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:২০ PM

bdmorning Image Preview


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে প্রচারাভিযান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই অ্যাসোসিয়েশন'র আয়োজনে শাপলা গার্লস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ প্রচারাভিযান চালানো হয়।

খানসামা উপজেলাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল হাসান, রুবেল ইসলাম, সাবিনা ইয়াসমিন ছবি, আক্তারুজ্জামান, ইমন, শাহরিয়ারুল ও সানুসহ কয়েকজন মিলে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লিফলেট বিতরণ করেন। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সেমিনারের আয়োজনটি করা হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমুল হক, প্রভাষক পরেশ রায়, সিদ্ধার্থ রায়, রাশেদ ইসলাম, শহিদুলসহ আরও অনেকে।

Bootstrap Image Preview