Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে ২ দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সেবা প্রশিক্ষণ শুরু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইলে সামর্থ্য প্রকল্পের আয়োজনে উপজেলার বিআরডির হল রুমে ২ দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সেবা প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ রবিবার নান্দাইল উপজেলা সামর্থ্য প্রকল্প কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের শুভ সূচনা করা হয়।

সামর্থ্য প্রকল্পে চিফ ট্রেইনার মোহাম্মদ জামান মৃদা প্রশিক্ষণ পরিচালনা করেন। এ সময় সামর্থ্য প্রকল্পের ময়মনসিংহ ডিস্ট্রিক ম্যানেজার মো. খয়বর হোসাইন, ময়মনসিংহ জেলা ইউনিটের কমিউনিটি আউটরিচ ফেসিলিটর মো. গোলাম মোস্তফা, সহকারী ট্রেইনার মো. মেজবাহ-উল-হক ও ঢাকা আহসানিয়া মিশনের কো-অর্ডিনেটর মো. আব্দুল কাদিরসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, রবিবার ও সোমবার এই দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সেবা প্রশিক্ষণে নান্দাইল উপজেলা সামর্থ্য প্রকল্পের তালিকাভূক্ত ২৫ জন ব্যক্তি অংশগ্রহণ করে।

প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো. খয়বর হোসাইন জানান, ক্ষুদ্র পরিসরে কৃষি খাদ্য পক্রিয়াকরণ শিল্পে টেকসই দক্ষতা এবং কর্মসংস্থায়নের লক্ষ্যেই কাজ করছে সামর্থ্য প্রকল্প। বর্তমানে বাংলাদেশের ৭টি জেলার ৩৬টি উপজেলায় ফ্রেব্রুয়ারি ২০১৭ হইতে কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দক্ষ কর্মী তৈরীতে সহায়তা করে আসছে।

তাছাড়া কুটির শিল্প উদ্যোক্তাদের ব্যবসার পরিধি ও আয় বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন, প্রতিযোগীতামূলক বাজার এবং কর্মসংস্থায়নের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Bootstrap Image Preview