Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শারীরিক সম্পর্কে রাজি না হওয়াই মডেল প্রেমিকাকে খুন করে মোজাম্মেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় প্রেমিকের হাতে খুন হলেন ভারতের তরুণী মডেল মানসী দীক্ষিত (২০) ।

পুলিশ বলছে, মানসী দীক্ষিত নামের ওই মডেলকে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করেন তাঁরই প্রেমিক মুজাম্মেল সৈয়দ।

এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল সৈয়দকে গ্রেফতার করা হয়েছে। মোজাম্মেল নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শুধু দোষ স্বীকার করাই নয়, কেন মানসীকে সে খুন করেছে, সেটাও জানিয়েছে মোজাম্মেল।

খবর অনুযায়ী, এই যুগলের মধ্যে ঝগড়া চরমে পৌঁছায়, শেষে খুন করা হয় মেয়েটিকে।

পুলিশের বক্তব্য, মানসী গত সোমবার মোজাম্মেলের বাড়িতে যান। সেখানে মোজাম্মেল তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এ প্রস্তাব সরাসরি নাকচ করে দেন মানসী। এরপরই তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। উত্তেজনা এতটাই চরম পর্যায়ে যায় যে, রাগের বশে চেয়ার দিয়ে মডেলের মাথায় সজোরে আঘাত করেন মোজাম্মেল। এরপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে।

খুনের প্রমাণ না রাখতে মরদেহ স্যুটকেসে ভরে ক্যাব বুকিং করে বাড়ি থেকে বেরিয়ে যান মোজাম্মেল। মাঝপথে মোজাম্মেল ক্যাব দাঁড় করিয়ে ওই স্যুটকেসটি ফেলে দেন ঝোঁপের মধ্যে। ক্যাবের ভাড়া না মিটিয়ে অটোরিকশায় করে পালিয়ে যান মোজাম্মেল। ১৯ বছরের মোজাম্মেলকে ধাওয়া করে ক্যাব চালকও। তাকে ধরতে না পেরে পুলিশের দ্বারস্থ হন ওই চালক।

পুলিশ জানায়, দ্রুতই তারা তদন্ত শুরু করেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা একটি প্রাইভেট কার শনাক্ত করেন, যেটি থেকে নেমে ব্যাগটি রাস্তার পাশে ফেলা হয়েছিল এবং গাড়িটির মালিকের অনুসন্ধান করেন তারা। পরে ওই মৃত মেয়েটির পরিচয় জানা যায়।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘মৃত ওই মেয়েটির নাম মানসী দীক্ষিত, একজন মডেল। আমরা তাঁর বন্ধু সৈয়দকে গ্রেফতার করেছি, সোমবার সে তাঁর সঙ্গে ছিল। তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তিনি মেয়েটিকে খুন করেন। সৈয়দ দীক্ষিতকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। মাথার গুরুতর আঘাতে মেয়েটির মৃত্যু হয়।’

জিজ্ঞাসাবাদে মোজাম্মেল জানিয়েছেন, মানসী তার বাড়িতে আসলে তিনি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন। এতে মানসী রাজি না হওয়ায় রেগে গিয়ে মোজাম্মেল তার মাথায় আঘাত করে।

পুলিশের উপকমিশনার সংগ্রাম সিং নিশান্দর বলেন, ‘সৈয়দ মেয়েটির মৃতদেহ স্যুটকেসে ভরে মালাদের রাস্তার ওপর ফেলে দেয়। খুনের অভিযোগে আমরা তাঁকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিবাদের প্রকৃত কারণ অনুসন্ধান করছি।’

Bootstrap Image Preview