Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে যুবকের হাতের কব্জি ও রগ কেটে দিল দুর্বৃত্তরা

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৮:২৩ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৮:২৩ PM

bdmorning Image Preview


মাদক ব্যবসার দ্বন্দের জের ধরে বাবু শেখ (২২) নামের এক যুবকের ডান হাতের কব্জি ও রগ টেকে দিয়েছে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গত (১২ অক্টোবর) শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দরগাপাড়া গ্রামে। সে ওই গ্রামের দোকানদার লাভলু শেখের ছেলে।

বাবু শেখের পরিবারের অভিযোগ, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর গলার মধ্যে গামছা পেঁচিয়ে  গাছের সাথে বেধে বেধরক মারপিট করে পা ভেঙে দেয়। এরপর মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কব্জির চার দিক কেটে রগ টেনে ছিড়ে ফেলে। তারপর দুর্বৃত্তরা তাকে একটি বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা ও লাশ গুম করার চেষ্টা করে। ভাগ্যক্রমে বাবু তাদের হাত থেকে ছুটে পালিয়ে এসে প্রাণে বেঁচে গেলেও এখন সে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

এ ঘটনার পরদিন ১৩ অক্টোবর বাবু শেখের ছোটবোন নূপুর বেগম (৩২) শাহজাদপুর থানায় মামলা করতে যায়। শাহজাদপুর থানা পুলিশ মামলা না নিয়ে একটি লিখিত অভিযোগ পত্র গ্রহণ করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তারা তাকে আশ্বাস দিয়ে থানা থেকে বিদায় করে দেয়। এরপর মামলার অগ্রগতি ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বাববার থানায় যান। কিন্তু এ ঘটনার ৮ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত সেটি মামলা আকারে রেকর্ড করা হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, তারা একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের কোন বক্তব্যও পাওয়া যায়নি।

Bootstrap Image Preview