Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাকের হেলপার থেকে রাতারাতি কোটিপতি দম্পতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১০:৫২ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১০:৫২ PM

bdmorning Image Preview


রাস্তায় সোহেলের চারটি ট্রাক চলে। এসব ট্রাকে করে কৌশলে ইয়াবা এনে কারবার চালিয়ে আসছিলেন তিনি। অবৈধ কারবারে জড়িয়ে ট্রাক হেলপার থেকে হঠাৎ রাতারাতি কোটিপতি বনে গেছেন তিনি! পুলিশের হাতে অবশেষে ধরা পড়ল এই মাদক ব্যবসায়ী।

বুধবার (১৭ অক্টোবর) রাতে রাজশাহী নগরীর একটি ফ্ল্যাট বাসায় ফুলদানিতে ইয়াবা রেখে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন সোহেল দম্পতি। নগর পুলিশ তাদের গ্রেফতার করে। উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দম্পতি হলেন, মনোয়ারুল হোসেন ওরফে রাসেল (৩৮) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৩০)। মনোয়ারুল হোসেন গোদাগাড়ী উপজেলার মাটিকাটা তালতলা এলাকার বাসিন্দা। তার স্ত্রী মরিয়ম গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার এরফান আলীর মেয়ে।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে মোট ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ফ্ল্যাটে থাকা ফুলদানির ভেতর থেকে ৮৮০ এবং প্রাইভেটকার থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, কৌশলে দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন এই দম্পতি। অবৈধ এই কারবারে জড়িয়ে ট্রাক হেলপার থেকে হঠাৎ রাতারাতি কোটিপতি বনে গেছেন সোহেল।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু আহমেদ আল মামুন জানান, সে একজন কুখ্যাত মাদক কারবারি। এর আগে তিনি টাঙ্গাইলে ইয়াবাসহ ধরা পড়েছিলেন।

Bootstrap Image Preview