Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে কয়েকটি মণ্ডপে দেশি-বিদেশি মন্দিরের অনুকরণে প্রতিমা নির্মাণ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ৬৭টি মণ্ডপে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব উৎসব  অনুষ্ঠিত হচ্ছে। গত বারের তুলনায় এবার পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

পূজা  উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা সূত্রে জানা যায়,  ১২টি ইউনিয়নের মধ্যে ভূরুলিয়া ৩, কাশিমাড়ী ২, শ্যামনগর ৯, নুরনগর ৩, কৈখালী ৫, রমজাননগর ৭, মুন্সিগঞ্জ ১১, ঈশ্বরীপুর ৪, বুড়িগোযালিনী ৯, আটুলিয়া ১০,পদ্মপুকুর ২, গাবুরা ২ সহ সর্বমোট ৬৭টি।  

এছাড়া উপজেলার কয়েকটি মণ্ডপে দেশের বিদেশের বিখ্যাত মন্দিরের অনুকরণে প্রতিমা নির্মাণ সহ প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়েছে। জানা যায় নওয়াবেঁকী বাজার বড় কুপট সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা কলিকাতা গড়িয়া হাটের অনুকরণে নির্মিত নব দুর্গা নির্মাণ করা হয়েছে। হরিনগর বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে ইলেকট্রনিক্স ডিজিটাল দুর্গা প্রতিমা, আড়পাঙ্গাশিয়া অগ্রদূত ইয়ংস ক্লাবের প্রতিমাটি তিল দ্বারা নির্মিত করা হয়েছে, আড়পাঙ্গাশিয়া মিস্ত্রী ভবন ১০৭ বছর অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পুজা এখানে অসাধারণ লাইটিং করা হয়েছে, আড়পাঙ্গাশিয়া শাপলা যুব উন্নয়ন সংস্থায় মধুতৃণে নির্মিত কেীশিকি দুর্গা প্রতিমা, দক্ষিণ বড় কুপট সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে নির্মিত হয়েছে কৈলাস বাসিনী নীলাঞ্জনা দুর্গা প্রতিমা এ ছাড়া অন্যান্য মন্ডপে বিখ্যাত মন্দিরের অনুকরণে প্রতিমা নির্মিত হয়েছে।  

এদিকে উল্লেখযোগ্য ও দর্শনীয় মণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। শুধু উপজেলা নয় জেলা ও বিভাগের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভীড় করছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে বলেন, যথাযথ মর্যাদায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব চলছে এবং এ পূজা উপলক্ষ্যে বিভিন্ন মণ্ডপ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার বৃহৎ মণ্ডপ আড়পাঙ্গাশিয়া, হরিনগর, কুলতলী, নকিপুর, মানিকখালী বিশেষ করে ঝুঁকিপূর্ণ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।   

উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং করছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Bootstrap Image Preview