Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় মন্ডপে মন্ডপে ভক্তনুরাগী ও লোক সমাগম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


খুলনার পাইকগাছায় পুষ্পাঞ্জলী, চন্ডিপাঠ, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সপ্তমী পূজার পর অষ্টমী পূজোয় মন্ডপগুলোতে ভক্তনুরাগীদের উপস্থিতি ছিল প্রথম দিনের চেয়ে অনেক বেশি। 

পাইকগাছা উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের সূত্রমতে, এ বছর উপজেলার ১৪৯টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মন্ডপগুলো বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। মন্ডপের বিভিন্ন প্রবেশ প্রান্তে সুউচ্চ গেইট করা হয়েছে।

গত সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গা পূজা শুরু হলেও মঙ্গলবার সপ্তমী পূজা ও বুধবার অষ্টমী পূজা এবং আজ নবমী পূজায় পূজা মন্ডপগুলোতে লোক সমাগম ও ভক্তনুরাগীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। প্রতিটি মন্ডপে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

পূজোয় আসা ভক্তগণের মধ্যে পার্বতী মন্ডল নামে এক নারী  জানান, পূজায় শস্যবৃদ্ধিসহ সকলের মঙ্গলকামনা করেছি।

এছাড়া সরল কালি বাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি দেবব্রত রায় জানান, মূলত সপ্তমী পূজার মধ্য দিয়ে মন্ডপে লোক সমাগম ও ভক্তনুরাগীদের উপস্থিতি ছিল অনেক বেশি।

Bootstrap Image Preview