Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'ঘ' ইউনিটের ফল বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:২৭ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশনরত আখতার হোসেনের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার রাতে রাজু ভাস্কর্যে আখতারের সাথে দেখা করে একাত্মতার প্রকাশ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ সময় রাব্বানী আখতারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তাকে যে কোনো ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন।

তিনি বলেন, ছাত্রলীগ সবসময় ন্যায়ের পাশে থাকবে, এতে কেউ যদি বিব্রত হয় তাতে কোনো কিছু আসে যায় না।

উল্লেখ্য, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের আখতার হোসেন নামের ওই শিক্ষার্থী। তিনি ২০১৫-২০১৬ সেশনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪তম হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে অনশন শুরু করেন তিনি। তার অনশন বুধবার রাত পর্যন্ত চলছে।

প্রসঙ্গত, ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত শনিবার এক ভর্তি পরীক্ষার্থী ও তার বাবাসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়। রবিবার তাদের প্রত্যেককে দুই দিনের করে রিমান্ডে পাঠানো হয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান ছয় জনের নাম উল্লেখসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ ও ২৩ নম্বর ধারা ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে এই মামলা দায়ের করা হয়। এতে বলা হয়, পরীক্ষা শুরুর আগে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে।

Bootstrap Image Preview