Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রপতির উদ্যোগে কিশোরগঞ্জ এক্সপ্রেসে যুক্ত হচ্ছে এসি কোচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১০:৩২ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১০:৩২ PM

bdmorning Image Preview


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উদ্যোগে কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’এ যুক্ত হচ্ছে একটি এসি কোচ।

গত ৮ অক্টোবর কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেয়া গণসংবর্ধনায় কিশোরগঞ্জবাসী দাবি তোলেন এই ট্রেনের। দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতির উদ্যোগে এসি কোচটি সংযুক্ত করা হচ্ছে।

বুধবার (১৭ অক্টোবর) থেকে এই উদ্যোগতি কার্যকর করা হচ্ছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এসি কোচটিতে ৫০টি আসন থাকবে। এই ৫০টি আসনের টিকিটই কিশোরগঞ্জ রেলস্টেশনের জন্য বরাদ্দ থাকবে।

৮ অক্টোবরের গণসংবর্ধনায় রাষ্ট্রপতি বলেছিলেন, ট্রেনের দাবি আপনাদের একটি যৌক্তিক দাবি। ভৈরব এসে ট্রেন আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে ইঞ্জিন ঘুরিয়ে কিশোরগঞ্জ আসতে হয়। যাওয়ার সময় আবার ইঞ্জিন ঘুরিয়ে ভৈরবে আধ ঘণ্টা, এক ঘণ্টার জন্য থাকতে হয়। এ জন্য একটা বাইপাস করে দিলেই ট্রেন সরাসরি কিশোরগঞ্জ আসতে পারে। এর জন্য আমি ডিও লেটার দিয়েছি।

বিনি বলেছিলেন, আমি কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরেই খুব দ্রুত রেলমন্ত্রী ও রেল সচিবকে বঙ্গভবনে ডেকে আনবো। এ ব্যাপারে যেনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় এবং আমাদের ট্রেনের যে সমস্যা এগুলো দূর করা হয়। আমি প্রথম রাষ্ট্রপতি হয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন বাড়িয়েছিলাম। চাহিদার প্রয়োজনে এখন আবার একটা নতুন ট্রেনের দরকার এবং ট্রেনের কোচ এবং বগি বাড়ানো প্রয়োজন।

আর এরই মধ্যে রাষ্ট্রপতির সফর শেষ করার এক সপ্তাহের মাথায়ই ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ এ নতুন এসি কোচ সংযুক্ত করার উদ্যোগ নিলেন তিনি।

এর আগে প্রথম মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আবদুল হামিদকে দেয়া এক গণসংবর্ধনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু রাষ্ট্রপতির নিকট একটি আন্তঃনগর ট্রেনের দাবি জানিয়েছিলেন।

এর ঠিক পরদিন (১৫ সেপ্টেম্বর) সরকারি গুরুদয়াল কলেজের সংবর্ধনা অনুষ্ঠানেও তার নিকট আবারও এই দাবি উত্থাপন করা হয়। ‘জবাবে রাষ্ট্রপতি, আন্তঃনগর সম্ভব না হলে অন্তত একটি ট্রেনের ব্যবস্থা করবেন’ এমন বক্তব্যে আশ্বাস প্রদান করেছিলেন রাষ্ট্রপতি।

তারপর একই বছর ১৯ নভেম্বর ঢাকা-কিশোরগঞ্জ রুটে রাষ্ট্রপতির উদ্যোগে নতুন আন্তঃনগর ট্রেন ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ এর উদ্বোধন হয়।

কিশোরগঞ্জ এক্সপ্রেস-এ এসি কোচ যুক্ত হওয়ার ফলে এই প্রথমবারের মতো কিশোরগঞ্জবাসী তাদের ট্রেনযাত্রায় উন্নত যাত্রীসুবিধা লাভের সুযোগ পাবেন।

Bootstrap Image Preview