Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গি ও সন্ত্রাসমূলক কার্যক্রমে যারা জড়িত তারাই সংখ্যালঘু: র‍্যাব ডিজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, সংখ্যালঘু হচ্ছে তারাই যারা দেশে জঙ্গি ও সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত।

আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদরের হাকিমপুরে শিকদারবাড়িতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন র‍্যাব ডিজি। এসময় তিনি শিকদার বাড়ির ৭০১টি প্রতিমা নিয়ে তৈরি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

বেনজীর আহমেদ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এদেশের মানুষ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সব ধর্মের অনুসারীরা মিলেমিশে একসঙ্গে বসবাস করে আসছে। দেশে শান্তিপূর্ণভাবে পূজা-পার্বন হয়ে আসছে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে এখন বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যা আগের থেকে তিনগুন বেড়েছে। যেমন এবার সারাদেশে ৩১ হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। এই সম্প্রীতির বন্ধন আমাদের ধরে রাখতে হবে।

র‌্যাব ডিজি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কেউ কোন গুজব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করলে র‌্যাবসহ আইন-শৃখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান তিনি।

এসময়ে তার সঙ্গে ছিলেন র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, শিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটন শিকদারসহ আইনশৃখলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview