Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শুরু হল শারদীয় দুর্গাপূজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৭:১৬ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৭:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত (প্রতীকী অর্থে)


বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে বান্দরবানে বইছে আনন্দের বন্যা। মা দেবী দুর্গার বোধন আর পঞ্চমী পূজার মধ্য দিয়ে গত রাত থেকে শুরু হল শারদীয় দুর্গোৎসবের।

এ উপলক্ষে প্রতিটি মন্দিরে মন্দিরে মা'কে জাগ্রত করার প্রার্থনা আর পঞ্চমী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার। নানা রং'এ নতুন সাজে আর বাহারী পোষাকে দেবী দুর্গাকে সাজিয়েছে ভক্তরা।

পুরাণ শাস্ত্র মতে, দেবকুলে মাঘ থেকে আষাঢ় এ ছয় মাস উত্তরায়ণ দিন, আর শ্রাবণ থেকে পৌষ-এ ছয়মাস দক্ষিণায়ন রাত। রাবণ বধের জন্য আশ্বিন মাসে দুর্গাপূজা করেছিলেন রামচন্দ্র। অকালে বোধন তাই শারদীয় দুর্গাপূজা। এবার নৌকায় আসছেন দেবী দুর্গা, আর ফিরে যাবেন ঘোড়ায়।

১৬ অক্টোবর মহাসপ্তমী, ১৭ অক্টোবর মহাষ্টমী ও কুমারী পুজো, ১৮ অক্টোবর মহানবমী এবং ১৯ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব।

Bootstrap Image Preview