Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ষষ্ঠী ও বোধনের ঘট স্থাপনের মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বোধন দুর্গাপূজার অন্যতম একটি আচার। শরৎকালের দুর্গাপূজায় এই বোধন করার বিধান রয়েছে। বিভিন্ন পুরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরৎকালে রাক্ষসরাজ রাবণকে বধ করার উদ্দেশ্যে দুর্গাপূজা করেন। তিনি অকালে এই বোধন করেন বলেই এটি অকালবোধন নামে খ্যাত।

তবে বসন্তকালে যে দুর্গাপূজা তথা বাসন্তীপূজা করা হয়, তাতে বোধন করার প্রয়োজন হয় না। এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় আর যাবেন নৌকায় চড়ে।

জানা যায়, পাঁচদিনের এ উৎসব শেষ হবে ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এ বছর ভৈরবে আনুষ্ঠানিকভাবে ২২টি পূঁজাপণ্ডপে উদযাপিত হবে পূজা।

পূজা উদযাপন পরিষদ ভৈরব উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস জানান, সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হবে। ইতোমধ্যে উপজেলা ও পুলিশ প্রশাসন সুন্দর, সুষ্ঠু ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সযোগিতা করেছে বলে তিনি জানান।

ভৈরব থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ মোখলেসুর রহমান জানান, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভৈরবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা উৎসবকে ঘিরে এবার প্রশাসনের পক্ষ থেকে আনসার-ভিডিপি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Bootstrap Image Preview