Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীসভায় সম্প্রচার আইনের খসড়া অনুমোদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে বেতার, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোর জন্য 'সম্প্রচার আইন-২০১৮'র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সম্প্রচার মিডিয়ায় অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মতো ২৪ অপরাধের শাস্তির বিধান রেখে ‘সম্প্রচার আইন ২০১৮’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, প্রস্তাবিত আইনে সাত সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে। কমিশনের সদস্যদের নিয়োগ দেয়া হবে সার্চ কমিটির মাধ্যমে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের নিয়োগ দেবেন।

প্রস্তাবিত আইনে ৭ সদস্যের একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে এই কমিশনের সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, খসড়া আইনে সম্প্রচার কমিশন গঠনের পাশাপাশি কমিশনারদের নিয়োগ, যোগ্যতা-অযোগ্যতা, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, পদপর্যাদা, পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে।

Bootstrap Image Preview