Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে ১৩৫ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ

আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview


নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে জনসচেতনতামূলক অবহিতকরণ সভায় এ লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি কার্তিক সেন গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্ল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব প্রমুখ।

এসময় সড়ক নিরাপত্তায় জনসচেতনতামলূক বিভিন্ন ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন অতিথিরা।

Bootstrap Image Preview