Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের মানববন্ধন 

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৭:৫০ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন শেষে তারা আইনটি বাতিলের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেয়।

মানববন্ধনে সড়ক পরিবহন শ্রমিক নেতারা তাদের বক্তৃতায় বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়। এই আইনে এমন কিছু ধারা সংযুক্ত করা হয়েছে যা শ্রমিকদের জীবন জীবিকাকে জটিল করে তুলবে। ফলে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবে, যা কোন ভাবেই মেনে নেয়া সম্ভব না।’ এই আইনটি সংশোধন না করা হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়ার কথা জানান বক্তারা।

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ফাইজুল শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কবির বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বেপারী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নু, প্রচার সম্পাদক আব্বাস মোল্লা প্রমুখ।

Bootstrap Image Preview