Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবিতে ঝালকাঠিতে প্রতিবাদ সভা

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে ঝালকাঠিতে যৌথ প্রতিবাদ সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ১১টায় প্রেস ক্লাব অডিটরিয়মে এ যৌথ প্রতিবাদ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুলাল সাহা।

বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার খান মতিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সদস্য সচিব শামিম হোসেন, নলছিটির নুরুজ্জামান সেলিম, মহিউদ্দিন আহমেদ প্রমুখ। 

বক্তারা প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবি জানান। তাদের দাবি না মানলে রাজপথে আন্দোলন ও প্রধানমন্ত্রীর বরবার স্মারকলিপি দেওয়ার প্রস্তাব গৃহিত হয় সভায়।

Bootstrap Image Preview