Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুল শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইভান হাওলাদার নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠিরা। 

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে ওই বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সোমবার রাতে ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নবম শ্রেণীর ছাত্র ইভান মোটরসাইকেলের জন্য অপেক্ষা করছিল। এসময় হঠাৎ একদল সন্ত্রাসী এসে ইভানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইভান গুরত্বর আহত হয়। এ ঘটনায় তাৎক্ষনিক রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু দুইদিনেও কেউ গ্রেফতার হয়নি। তাই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক নূরুল হুদা, আবুল কালাম, সাইফ উদ্দিন সাইফ, জসিম উদ্দিন, তোফায়েল আহম্মেদ, মোহাম্মাদ সোহেল, পরিচালনা পর্ষদ সদস্য আকতারুজ্জামান লিটু, মেনন হাওলাদার ও জিসান উদ্দিন রাব্বি প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার নয়াভাঙ্গুণী এলাকায় ওই শিক্ষার্থীকে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Bootstrap Image Preview