Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড ‘উদযাপন করেই নোংরা’ করলো নগর ভবন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM

bdmorning Image Preview
নোংরা হয়ে আছে নগর ভবনের সিড়ি। ছবি : বিডিমর্নিং


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচি দিয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আর এই বিশ্ব রেকর্ড উদযাপনে রঙসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। কিন্ত পরবর্তীতে তা আর পরিষ্কার করা হয়নি। ফলে নোংরা অবস্থায় থেকে যায় নগর ভবনের একাংশ।

মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে চলে এ আয়োজন।

কিন্ত বিকেল ৫টা পর্যন্তও রঙমাখা সিড়ি ও প্রথম তলার ফ্লোর পরিষ্কার করা হয়নি। এমন একটি বিশ্ব রেকর্ড উদযাপনের পর নগর ভবন নোংরা হয়ে থাকাটা রীতিমতো হাস্যকর বিষয়।

ময়লা পরিষ্কার করতে পারলেও রঙের দাগ উঠানো সম্ভব হয়নি। একাধিকবার পানি ও ডিটারজেন্ট ব্যবহার করেও লাভ হয়নি বলে জানান নগর ভবনের একজন পরিচ্ছন্নতা কর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচ্ছন্নতাকর্মী বিডিমর্নিংকে বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা বিকেল ৪টা পর্যন্ত ডিউটিতে থাকে এখন নেই। তাদেরকে দিয়ে একাধিকবার চেষ্টা করেছি কিন্ত উঠছে না। সামনের ফ্লোর সিড়ি ও প্রথম তলার অনেকটা জায়গাজুড়েই এভাবে রঙ লেগে আছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ওই কর্মসূচি পালিত হয়। এর বিশ্বরেকর্ডের স্বীকৃতি মিলেছে গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর)। সর্বাধিকসংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়ু দেয়ার এই বিশ্ব রেকর্ডটি ভারতের দখলে ছিল (৫ হাজার ৫৮ জন)। সেই রেকর্ডটি ভেঙে বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশের অধিকারী (৭ হাজার ২১ জন)।

Bootstrap Image Preview