Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি কলেজে চাকরি করছেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM

bdmorning Image Preview


সরকারি বিধিমালা লঙ্ঘন করে বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী গ্রন্থাগারিক খন্দকার মফিজুর রহমান লিটন কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার গোয়লবাথান গ্রামের মৃত খন্দকার মতিউর রহমানের ছেলে খন্দকার মফিজুর রহমান লিটন একজন ব্যবসায়ী। রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে দলের নাম ভাঙিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

শ্রমিক লীগের ওই নেতা সরকারি চাকরীবিধি লঙ্ঘন করে একই সাথে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের সহকারী লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত কেউ দলীয় কোন পোষ্ট বা পদধারী হতে পারবে না।

খন্দকার মফিজুর রহমান লিটন ঘটনা অস্বীকার করে বলেন, আমি শ্রমিক লীগের পদে আছি কিন্তু ওই কলেজে সহকারী লাইব্রেরিয়ান হিসেবে নেই।

জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মফিজুর রহমান লিটন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী লাইব্রেরিয়ান পদে কর্মরত আছে এবং সে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করছেন। আমরা দুই মাসের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিব। আপাতত নিউজ না করলে ভাল হয়।

গাজীপুর জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, আমরা বিষয়টি যাচাই করে দেখব। সে এই বিধি মোতাবেক হতে পারবে না। সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview