Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে একাধিক পাসপোর্টসহ দুই নাইজেরিয়ান নাগরিক আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৪ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে একাধিক পাসপোর্ট সহ নান্না ও রাজ্জাক নামে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার ভোরে সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদে জানা যায় যে ভারত থেকে দুইজন নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করেছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদেরকে পুটখালী ক্যাম্পে এনে তল্লাশি করে ৪টি হাত ঘড়ি, ৬ টি মোবাইল, মার্কিন ডলার ৪০০ ভারতীয় রুপি, ২৩২০ নাইজেরিয়ান টাকা ১০ হাজার বাংলাদেশী টাকা ৫ হাজার ৫শত পাসপোর্ট ৬ টি ক্যাস কার্ড ৮ টি ডিভিডি প্লেয়ার ১টি উদ্ধার করা হয়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview