Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেতাকর্মীরা বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড, হত্যাকারী হিসেবে আটক হাতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৩ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল আলী শামীম হত্যাকাণ্ডকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করেছে বিএনপির নেতাকর্মীরাএদিকে হত্যাকারী হিসেবে প্রাথমিকভাবে শনাক্তকারী হাতিশের বাহাদুরকে আটক করা হয়েছেএর আগে গত বুধবার রাতে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ষাড়েরগজ পাহাড়ে বিচরণকারী হাতির আক্রমণে  নিহত হন শামীম

কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রিয়াজ উদ্দিন জানান, যুবদল নেতাকে হত্যার ঘটনার পর গত বৃহস্পতিবার দক্ষ মাহুতের (হাতির চালক) সহায়তায় সাগরনালের লক্ষ্মীছড়া এলাকা থেকে খ্যাপাটে শের বাহাদুরকে নিয়ন্ত্রণ করে রাঙিছড়া এলাকায় নিয়ে আসা হয় পরে হাতির মালিক কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফরিদ আলীর কাছে শের বাহাদুরকে হস্তান্তর করা হয় খ্যাপাটে শের বাহাদুরসহ অন্য একটি মাদি হাতি পাঁচ-সাত দিন ধরে বিভিন্ন জায়গায় বিচরণ করে তিনটি গাড়ি ভাঙচুরসহ ১০ জনকে আহত করে সর্বশেষ তাদের আক্রমণের শিকার হন যুবদল নেতা শামীম

এদিকে গত বুধবার ময়নাতদন্ত শেষে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নিহত আজমল আলী শামিমের জানাজা কুলাউড়া উত্তর বাজার ঈদগাহে অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা শামীমের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানায়

Bootstrap Image Preview