Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে 'পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার' উদ্যোগে উপজেলার মাড়িয়া পূর্বপাড়া মাঠে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান সেন্টু, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহাতাব উদ্দিন ওসাবেক পরিচালক আজিজুল রহমান পলাশ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।

খেলায় আত্রাই, নাটোর ও রাতোয়াল থেকে আগত তিনটি দল অংশগ্রহণ করেন। লাঠি খেলাটি দেখতে কয়েক গ্রামের শত শত দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Bootstrap Image Preview