Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৪ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় বিএমএসএফ’র সম্মেলন প্রস্তুত কমিটি গঠন

আরমান হুসাইন শারদ
সাব এডিটর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৯ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৯ AM

bdmorning Image Preview


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সম্মেলন করতে “উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি” গঠন করা হয়েছে।

গতকাল বুধবার এ উপলক্ষে সন্ধ্যায় হাতীবান্ধা সুরাইয়া কম্পিউটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নুরনবী সরকারকে সমন্বয়কারী করে ৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন, দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি কাজী শাহ্ আলম ও বাংলাদেশ প্রেসের প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত।

সভায় বিএমএসএফ’র কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান সাজু ও জেলা কমিটি’র সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহম্মেদ শিপন উপস্থিত ছিলেন। পরে বিএমএসএফ’র জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর উক্ত কমিটি অনুমোদন করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।

 

Bootstrap Image Preview