Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীকাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ প্রেসিডেন্টকে পিটিয়ে আহত, গ্রেফতার ৩

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৫ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৫ AM

bdmorning Image Preview


শ্রীকাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ প্রেসিডেন্ট ও চারিপাড়া গ্রামের হারুনুর রশিদ ছেলে মোঃ রেজাউল করিম (২৪) কে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হাত, পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- উত্তর পেন্নই গ্রামের মৃতঃ আনু মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৫৫), বাহার উদ্দিনের ছেলে জমশেদ মিয়া(৩৫), আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আল আমিন (৩৬) মৃতঃ ধনু মিয়ার ছেলে সেন্টু মিয়া( ৩৯), আঃ আউয়াল(৩৮), ওসমান মিয়ার ছেলে ফয়সাল মিয়া(১৮), আঃ কুদ্দুস মিয়ার ছেলে কালা মিয়া (৩২), মৃতঃ সিদ্দিকুর রহমান ছেলে জিলানী (৪০), মুক্তল মিয়ার ছেলে হাবিল মিয়া (২২), ফুল মিয়ার ছেলে ইব্রাহী (৩২)।

পুলিশ ও বাদী কাকলি আক্তার সূত্রে জানা যায়, সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর মুরাদনগর উপজেলা ১নং শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামের পূর্বের শক্রতার জের ধরে এ ঘটনা ঘটে।

এসময় রেজাউল করিমের গলার চেইন, ২টি মোবাইল, ৫হাজার টাকাও ছিনিয়ে নেন তারা।

তার নিকটতম আত্মীয় কাকলি আক্তার রেজাউল করিমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করে। কাকলি বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন।

বাঙ্গরা বাজার থানা পুলিশ ভাসনী, রাসেল ও হৃদয় নামে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

মুরাদনগর সরকারি হাসপাতলের ডাঃ শিরাজুল ইসলাম মানিক জানান, রেজাউল করিমের ঠুটে ৪টি সেলাই, বাম পায়ের হাটু মারাত্মক আঘাতসহ সমস্ত শরীর ফুলা ফাটা চিহ্ন রয়েছে। 

বাঙ্গরা বাজার থানা মামলা তদন্তকারী অফিসার নূরে আলম জানান, এব্যাপারে উত্তর পেন্নই গ্রামের ১০জন আসামীর মধ্যে ভাসনী, রাসেল ও হৃদয় নামে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

Bootstrap Image Preview