Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে তাপবিদ্যুৎ শ্রমিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৯ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৯ AM

bdmorning Image Preview


দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেট সংলগ্ন এলাকায় শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় সাধারণ সম্পাদক আবু সাঈদ আগামী ২৩ সেপ্টেম্বর এর মধ্যে হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগ প্রধান দৃশ্যমান না হলে ২৪ তারিখ সকাল ৬টা থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবিরাম অবস্থান কর্মসূচিসহ রাজপথ, রেলপথ অবরোধের কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের নের্তৃবৃন্দসহ শতাধিক শ্রমিক। দীর্ঘদিন যাবৎ তাদের এ দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে শ্রমিকেরা।

তারা পরিবার পরিজন নিয়ে দু'বেলা দু'মুঠো ডালভাত খেয়ে জীবনযাপনের জন্য আন্দোলন করছেন বলেও উল্লেখ্য করেন তারা।  

Bootstrap Image Preview