Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রাজীবুল হাসান
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার আব্দুল লতিফ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অাজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত জাহানারা বেগম ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী বেবী বেকারির মালিক শাহাদাত খানের স্ত্রী। বিদ্যুৎস্পৃষ্ট জাহানারা বেগম চার সন্তানের জননী। তিনি বি-বাড়ীয়া জেলার ফুলযারিয়া ইউপি চিনাই গ্রামের আব্দুল হাই মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় আব্দুল লতিফ রোডে সেমি বিল্ডিংয়ে বসবাস করত। গতকাল থেকে ঘন বৃষ্টির কারণে বাড়ির আঙ্গিনায় তারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে গোসলের পর ভিজা কাপড় বাড়ির আঙ্গিনায় টাঙানো তারে শুকানোর জন্য দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে শহরের আনোয়ারা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর শুনে ঘটনাস্থলে পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার সুধীজনরা সেখানে উপস্থিত হয়ে স্বজনদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Bootstrap Image Preview