Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাউফলে ফুটবল মাঠে সংঘর্ষ, আহত ১৫

জাহিদ রিপন
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে আন্ত:স্কুল ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে বিপ্লব, এবায়দুল, সুজন, রাহাত, করিম, জামাল, হেমায়েত ও বশিরসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বিপ্লবকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল রবিবার বিকেলে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের গোলকিপারকে লাথি মারে। এরপরই শুরু হয় হট্টগোল। বিদ্যালয়ের ২টি গেট আটকে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়ারদেরকে বেধরক কিল ঘুষি ও রড দিয়ে পিটিয়ে জখম করে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, আমাদের খেলোয়ারদের উপর হামলা চালিয়েছে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহান বলেন, আমি অফিসের কাজে ঢাকায় আছি। তাই কিছু বলতে পারছি না।

এ বিষয়ে আজ সোমবার বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে তার অফিসে দুই বিদ্যালয়ের শিক্ষকদের ডেকে বিষয়টি মীমাংসা করেন। প্রায় ঘন্টাব্যাপী আলোচনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩-০ গোলের ব্যবধানে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করেন।

Bootstrap Image Preview