Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে মাদক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

রফিকুল আলম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview


রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও সোনামুখী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সজিব বাবু (৩২), ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আলমগীর আল আজাদ (৪২) ও আব্দুল হামিদের ছেলে হাসান আলী (২৪)।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আলমগীর আল আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে বেলকুচি গ্রাম থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। একই সাথে ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে সজিব বাবু ও হাসান আলীকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview