Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিবেশির দেয়া খাবার খেয়ে একই বাড়ির ১৪ জন অসুস্থ 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ারা ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামে প্রতিবেশীর দেয়া খাবার খেয়ে একই বাড়ির নারী ও শিশুসহ ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন।

এর মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় পাঁচ মহিলাসহ দুই শিশুকে মঙ্গলবার রাত দশটায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন সাহিদা (২২), রাহিমা (৬০), সানজিদা (৮), রেশমা (২৫), মীম (৯), জাহানারা (৩০) ও রাতুল (১০)। বাকি অসুস্থদের বাড়ি সংলগ্ন ধানখালী কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত সাতজন হলেন, মোরশেদা (৪০), রুশিয়া (৫০), সত্তার (৬০), সোহাগ (২৮), জোসনা (৪০), হালিমা (৫০) ও রিমা (১৮)। এরা সবাই একে অপরের আত্মীয়-স্বজন। 

আক্রান্তদের স্বজন রিয়াজ হাওলাদার জানান, তাদের স্বজন আলফিন গত শনিবার মারা গেছেন। এরপর থেকে পড়শিসহ আত্মীয়-স্বজনেরা ভাতসহ খাবার সরবরাহ করে আসছিল। ওইসব খাবারের সঙ্গে রবিবার ব্রয়লার মুরগির মাংস দিয়ে আক্রান্ত সবাই দুপুরের খাবার খায়। এরপর রাত থেকে অনেকে কম-বেশি বমি শুরু করে।

পরে সোমবারে তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করলেও মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসকের কাছে আক্রান্তদের নিয়ে যায়। সন্ধ্যার পরে সাতজনের অবস্থার অবনতি ঘটে। ওই রাতেই এদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

ধানখালী কমিউনিটি ক্লিনিকের ডা. সুমন চন্দ্র হাওলাদার জানান, এরা সবাই ফুড পয়জনিং জনিত কারনে আক্রান্ত হওয়ায় কলেরা স্যালাই দিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হওয়ার পরার্মশ দিয়ে পাঠাই। 

Bootstrap Image Preview