Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে  নিহত সুনামের পরিবারের পাশে চেয়ারম্যান সাইফুল্লাহ

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৩ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৩ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মমভাবে খুন হওয়া জুয়েলারী শ্রমিক সুনাম মিয়ার (২১) অসহায় পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে  উপজেলার পিটাইটিকর গ্রামে নিহত সুনামের বাড়িতে পিতামাতা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে  ছুটে যান তিনি।  

এসময় তিনি সুনামের বাড়িতে অবস্থান করেন এবং সুনামের পিতামাতা ও পরিবারের খোঁজখবর নেন।

তিনি সমাজের চিহ্নিত সুনাম হত্যার আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। পরে  চেয়ারম্যান সাইফুল্লাহ  উপস্থিত সবাইকে নিয়ে সুনামের মাগফেরাত ও তাঁর পিতামাতার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, নিহত সুনামের পিতামাতা, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সমাজকর্মী ফারদিন আহমদ মিমন, মিনহাজ উদ্দিন প্রমুখ। 

প্রসঙ্গত, গত মাসের (২৫ আগস্ট) শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ববাজারের পরিত্যক্ত ডাকবাংলা একটি কক্ষ থেকে সুনাম মিয়ার লাশ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

পরে নিহতের পিতা লেচু মিয়া ৫ জনের নাম উল্লেখ করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

Bootstrap Image Preview