Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন সৃজিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২১, ০৮:২৭ PM আপডেট: ০১ মে ২০২১, ০৮:২৭ PM

bdmorning Image Preview


ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশটিতে চলমান করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছেন একাধিক তারকা। এমন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন ওপার বাংলার তারকা নির্মাতা সৃজিত মুখার্জি।

ইনস্টাগ্রামে একটি পোস্টে সৃজিত তার সঙ্গে যোগাযোগের নাম্বার দিয়ে লিখেছেন, ‘আজ থেকে আমাদের বারুইপুরে কোভিড রোগীদের কাছে খাবার পৌঁছানোর কাজ শুরু হচ্ছে। তাদের জন্য এটি করতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। প্রতিদিন অনেক কল আসছে। কিছু কিছু আকুতি শুনলে মন ভেঙে যায়। কতজন ফোন করে বলেছে ‘বাড়িতে আমরা সবাই কোভিড পজিটিভ, তিনদিন ধরে কিছু খাইনি, একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন?’ কোভিড রোগীরা খাবার পেয়ে অনেক খুশি হচ্ছে।’

তিনি আরও জানান, ‘আমার মাকে শ্রদ্ধা জানাই। কারণ সকাল থেকে সন্ধ্যা হাসিমুখে এই খাবারগুলো রান্না করছেন। আশা করছি সবাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর এটিই হবে আমাদের প্রতি তাদের প্রতিদান।

Bootstrap Image Preview