Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী এলাকার করোনা রোগীদের জন্য যা করলেন মিমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২১, ০৭:৫৫ PM আপডেট: ০১ মে ২০২১, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশটিতে চলমান করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছেন একাধিক তারকা। এমন পরিস্থিতিতে নিজের নির্বাচনী এলাকার করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে যাদবপুরবাসীদের জন্য বিশেষ সাহায্যকারী নম্বর চালু করেছেন মিমি চক্রবর্তী। তিনি একাধিক চিকিৎসকের ফোন নাম্বার শেয়ার করেছেন, যারা করোনা রোগীদের মুঠোফোনে পরামর্শ দেবেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মিমি বলেন, ‘বেড, অক্সিজেন ও ওষুধের জন্য আমরা ব্যবস্থা করব। ফোন করুন হেল্প লাইন নম্বরে। ৭৬৮৮০-১২৮১১ এটা হলো আমাদের হেল্প লাইন নম্বর। আপনারা যেকোনো দরকারে ফোন করুন, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব। আপনাদের পাশে আছি, আমরা একসঙ্গে লড়ব। সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই মাস্ক পরুন।’

Bootstrap Image Preview