Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবরীর মৃত্যুর রাতেই জন্ম নিয়েছে নাতনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৫:৫৫ PM আপডেট: ২২ এপ্রিল ২০২১, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


করোনায় আক্রান্ত হয়ে গেলো শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর চতুর্থ ছেলে জয়নাল চিশতীর ঘরে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। তবে নাতনির মুখ দেখা হলো না কবরীর।

জয়নাল চিশতীর নিকটাত্মীয় সংগীতশিল্পী নাহিদ কবির কাকলী গণমাধ্যমকে জানান, কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন জয়নাল। কবরীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর জয়লানের স্ত্রী রোয়েনা আহসান কন্যা সন্তানের জন্ম দেন। কবরীর পুত্রবধূ এবং নবজাতক দু’জনেই সুস্থ আছেন। নবজাতকের নাম রাখা হয়েছে আইলা। এটি তার দ্বিতীয় মেয়ে। আশা নামে তাদের আরেকটি কন্যা রয়েছে।

প্রসঙ্গত, চিত্ত চৌধুরীর সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন কবরী। এই সংসারে জন্ম নেয় দুই ছেলে। চিত্ত চৌধুরীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৭৮ সালে কবরী বিয়ে করেন সফিউদ্দীন সরোয়ারকে। তাদের সংসারে জন্ম নেয় তিন ছেলে। কিন্তু এ সংসারও টেকেনি। ২০০৮ সালে তাদেরও বিবাহবিচ্ছেদ হয়।

Bootstrap Image Preview