Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মিস ইউনিভার্সে’র মূল মঞ্চে অংশ নিতে পারছেন না মিথিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৭:০৭ PM আপডেট: ২০ এপ্রিল ২০২১, ০৭:০৭ PM

bdmorning Image Preview


মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় সেরা হলেও তানজিয়া জামান মিথিলা আমেরিকার ফ্লোরিডায় ‘মিস ইউনিভার্স’ এর মূল মঞ্চে যেতে পারছেন না।

মঙ্গলবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে আমরা আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ করতে পারিনি। ভিসা প্রসেসিং থেকে শুরু করে অন্যান্য অনেক প্রসেসিং থাকে। ভিডিও প্রোডাকশনের কাজ থাকে, ন্যাশনাল কস্টিউমের কাজ থাকে, এগুলো লকডাউনের কারণে আমরা শেষ করতে পারিনি।

‘যেহেতু লকডাউনটা ২৮ তারিখ পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। অতএব ২৮ তারিখের পরে যদি খোলেও আমরা এইসব কাজ শেষ করতে পারব না। আমাদের প্রতিযোগীকে যেতে হবে চার অথবা ৫ মের মধ্যে। এই কয়দিনের শর্ট নোটিশে এত কিছু করা সম্ভব হবে না।’

শফিকুল আরও বলেন, ‘ইউ এস অ্যাম্বাসির ভিসা প্রসেসিংই শেষ হয়নি। এই কারণে আমরা তাদেরকে (মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে) একটা অফিসিয়াল মেইল পাঠিয়েছিলাম, আমরা এই বছর আর অংশ গ্রহণ করতে পারছিনা। এরপর তারা তাদের ভোটিং সাইট থেকে আমাদের প্রতিযোগীর নাম নামিয়ে ফেলেছে।’

সুযোগ থেকেও ‘মিস ইউনিভার্স’-এ অংশ না নেয়ায় আয়জকদের কাছে সুনাম ক্ষুণ্ণ হলো কি না জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আরও কয়েকটি দেশ পরিস্থিতির কারণে অংশ নিতে পারছে না।

এত বড় আয়োজনে সুযোগ পেয়ে অংশ নিতে না পারার আক্ষেপ আর দুঃখ কাজ করছে মিথিলার।

এ বিষয়ে জানতে চাইলে নিউজবাংলাকে মিথিলা বলেন, ‘বিষয়টা আমি জানি। আসলে কিছু করার নাই। আমার ব্যাড লাক। ৩ তারিখে আমার নাম ঘোষণার পর আমরা মাত্র দুই দিন সময় পেয়েছি। তারপর থেকেই লকডাউন। ড্রেস, ভিডিও কিছুই তৈরি করা সম্ভব হয়নি।’

গত ৩ এপ্রিল রাতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে দেশ সেরা সুন্দরীর মুকুট জেতেন মিথিলা।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল তার।

Bootstrap Image Preview