Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাসপাতাল থেকে করোনা আক্রান্ত আফসানা মিমির চিঠি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৫:৩১ PM আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০৫:৩১ PM

bdmorning Image Preview


অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।নাটকের গুনী অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি ৯ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত।  তাকে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মিমির ‍অসুস্থতার খবরে উৎকণ্ঠায় তার ভক্তরা।  হাসপাতালের বিছানায় শুয়ে ভক্ত-শুভাকাঙক্ষীদের উদ্দেশে একটি চিরকুট লিখেছেন বুদ্ধিদীপ্ত নির্মাতা-অভিনেত্রী।  সেটি সবার কাছে পৌছে দিয়েছেন মিমির সহকর্মী নজরুল সৈয়দ।

চিরকুটের শেষে আফসানা মিমি যেটি লিখেছেন, সেটি সত্যিই মজার। তিনি লিখেছেন, ‘আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সবসময়ই খুব পজিটিভ।’

চিরকুটের শুরুটা এমন, ‘সারাজীবন সবার ভালোবাসা পেয়েছি। যখন কোনো বিপদ এসেছে জীবনে, সবাই পাশে থেকেছেন।  গত ৯ দিন হলো আমি করোনা পজিটিভ।  সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমি ভালো আছি।  বিএসএমএমইউ-তে অ্যাডমিশন নিলাম।’

বয়োজ্যেষ্ঠ বাবার প্রসঙ্গ টেনে যোগ করেন, ‘ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতোদিন আমার জন্য ঘরবন্দি থাকবেন! বরং আমি হাসপাতালে থেকে চিকিৎসা নিই।  বাবাও একটু বাড়ির মধ্যে আরাম করে হাঁটা-চলা করুন আর বাড়ির কাজে যারা সাহায্য করেন তারাও আরেকটু নিরাপদ থাকুন। তাহলে আমারও এর চেয়ে বিপদের সম্ভাবনা থাকবে না।’

আরও লেখেন, ‘সবাই হাসপাতালের কথা শুনলে ভয় পেয়ে যাবেন বা চিন্তা করবেন, তাই সুহৃদ নজরুল সৈয়দের মাধ্যমে সবাইকে বলতে চাই- আমি খুব ভালো আছি। এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়। অনন্ত ভালোবাসায়- আফসানা মিমি’।

Bootstrap Image Preview