Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এফডিসিতে নেয়া হবে না এটিএম শামসুজ্জামানের মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৭ PM আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৭ PM

bdmorning Image Preview


আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, লেখক ও চলচ্চিত্র প্রযোজক এটিএম শামসুজ্জামান। তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নেয়া হবে না।

অভিনেতার মেয়ে কোয়েল ও স্ত্রী রুনি জামান জানিয়েছেন, এটিএমের মরদেহ শিল্পী সমিতি বা বিএফডিসি বা অন্য কোনও কর্মক্ষেত্রে নেয়া হবে না।

এর আগে অভিনেতার ছোট ভাই সোলাইমান জামান রতন জানিয়েছেন, এটিএম এর মরদেহ প্রথমে তার নারিন্দা পীরের ওইখানে নেয়া হবে গোসলের জন্য। এরপর সূত্রাপুর জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ভক্ত-অনুরাগীদের জন্য স্থানীয় কমিউনিটি সেন্টারে মরদেহ রাখা হবে। জোহরের নামাজের পর মরদেহের দাফন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview