Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একসঙ্গে ১০০ সিনেমার ঘোষণা, কথা রাখবে কি শাপলা মিডিয়া?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২১ PM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২১ PM

bdmorning Image Preview


দেশের চলচ্চিত্র শিল্প যখন নানা সংকটে ধুঁকছে তখন এগিয়ে এসেছে শাপলা মিডিয়া। শুধু এগিয়ে আসেনি, চমক জাগানিয়া ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধান সেলিম খান। চলতি বছর একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তিনি।

এ প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘আমরা ১০০টি সিনেমা নির্মাণ করার বিশাল একটি পরিকল্পনা হাতে নিয়েছি।  তবে সবগুলো সিনেমার কাজ একসঙ্গে শুরু হবে না। বছরজুড়েই চলবে। বৈচিত্রময় গল্পে ভিন্ন ভিন্ন পরিচালক ও শিল্পীদের সমাহার ঘটাতে চাই আমরা।পরিকল্পনাটি ঢালিউডকে বদলে দিতে যাচ্ছে বলে বিশ্বাস আমার। সিনেমার অভাবে হল মালিকরা যে লোকসানের মুখে পড়েছেন তার থেকেও পরিত্রাণ পাবেন তারা।’

হল নেই, ভালো গল্প নেই, পেশাদার প্রযোজক নেই, কাজের সমন্বয় নেই। এমন অনেক ‘নেই’এর মারপ্যাচে আটকে আছে ঢালিউড। এতসব কিছু পাশ কাটিয়েও অনেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন। সিনেমায় লগ্নি করছেন। যাত্রা শুরুর পর থেকেই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া নিয়মিত সিনেমা নির্মাণ করছে। নির্মাণের পাশাপাশি নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে শাপলার ব্যানারে নির্মিত হচ্ছে ‘কমান্ডো’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।

ঘুমিয়ে পড়া বিএফডিসি এবার জেগে উঠবে, চলচ্চিত্রের সবার মুখে আবার হাসি ফুটবে- এমন প্রত্যাশায় ১০০ সিনেমার ঘোষণা দিলেও দেশের সার্বিক পরিস্থিতিতে শাপলা মিডিয়ার পক্ষে একসঙ্গে এতগুলো সিনেমা নির্মাণ করা আদৌ সম্ভব কিনা সে বিষয়ে অনেকের মনে সংশয়ের বাসা বাঁধতে পারে। কারণ এর আগে পাঁচটি সিনেমার ঘোষণা দিয়েছিলো শাপলা মিডিয়া। ঘোষিত সিনেমাগুলোর মধ্যে পরিচালক শামীম আহমেদ রনির ছিল দুটি, মালেক আফসারী, কাজী হায়াৎ এবং শাহীন সুমনের ছিল একটি করে। যার মধ্যে শামীম আহমেদ রনি পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাজ শেষ হয়েছে। বাকি চারটির তেমন কোনো আওয়াজ নেই।

এদিকে দীঘি-শান্ত জুটিকে নিয়ে শাপলার ব্যানারে ‘ধামাকা' শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন মাস্টার মেকারখ্যাত নির্মাতা মালেক আফসারী। এ জুটিকে নিয়ে একসঙ্গে বসেছিলেন তিনি। শুরুতে খুব আওয়াজ তুলেছিলেন এ নির্মাতা। শোনা যাচ্ছে, সিনেমাটির ভবিষ্যত অনিশ্চিত।

এছাড়া শাপলা মিডিয়ার ব্যানারেই ‘যোগ্য সন্তান' সিনেমাটি নির্মাণ করার কথা ছিল কাজী হায়াতের। তিনি বলেন, ওই সিনেমা আর হবে না। সাইনিংয়ের পরই সিনেমাটির কাজ বন্ধ হয়ে গেছে। যতদূর জানি, ওই সময়ে যে'কটি সিনেমার সাইনিং ও ঘোষণা দেওয়া হয়েছিল, তার সবগুলো প্রজেক্ট এখন বন্ধ।

একটি দেশের চলচ্চিত্র শিল্পের পটপরিবর্তন করতে ১০০ সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বছরে একটি প্রতিষ্ঠান থেকে ১০০ সিনেমা নির্মাণ হলে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জন্য সেটি আশির্বাদস্বরূপ। এখন শুধু দেখার অপেক্ষা, কথা রাখতে পারবে কিনা শাপলা মিডিয়া।

Bootstrap Image Preview