Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইত্যাদি মাতাবে এবার অর্ধশত ভিনদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৭:৫৫ PM আপডেট: ২৯ মে ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


ইত্যাদি বাংলাদেশর একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনে এক মাস পরপর প্রচারিত এই কৌতুকাশ্রয়ী ব্যাঙ্গাত্মক অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেত। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।

প্রায় ২৭ বছর ধরে ইত্যাদি প্রচারিত হচ্ছে। এর প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপনা। তবে বর্তমানে এটি তিন মাস অন্তর অন্তর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানটি সাধারনত মাসের পঞ্চম শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর অনুষ্ঠিত হয়। এছাড়া ইদ-উল-ফিতর এর মধ্যে ও অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।

প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইত্যাদি। ঈদ উপলক্ষে এবারের আয়োজনেও থাকছে বিশেষ পর্ব। এই পর্বের চমক হচ্ছে বিদেশিদের অংশগ্রহণ। এবারের পর্বে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় অর্ধ শতাধিক নাগরিক। এদের মধ্যে অর্ধেক নৃত্যে এবং বাকিরা অভিনয়ে। হানিফ সংকেতের নির্দেশনায় অল্প ক’দিনের মহড়ায় বাংলায় বিভিন্ন সংলাপ আয়ত্ত করে এই বিদেশিরা এবারও চমৎকার অভিনয় করেছেন।

এ পর্বটি প্রসঙ্গে ‘ইত্যাদি’র নির্মাতা হানিফ সংকেত বলেন, অল্প সময়ের পরিচয়ে কয়েকদিনের মেলামেশায় বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন হয় তা কখনোই ভোলার নয়। এবারও তেমনটাই হয়েছে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Bootstrap Image Preview