Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, মে ২০২৪ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিজিটাল ফ্লাটফর্ম সিনেমার জন্য হুমকি নয়-শাহরুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:২৬ PM আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview


ডিজিটাল ফ্লাটফর্ম বর্তমান সময়ে বিনোদনের একটি অন্যতম বড় মাধ্যম হয়েছে দাড়িয়েছে। মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে ওয়েব সিরিজ, সিনেমা ও নাটক দেখছেন।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও গত কয়েক বছর ধরে ডিজিটাল ফ্লাটফর্ম বেশ জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে সংশ্লিষ্টরা অনেকেই মনে করছেন যে, ডিজিটাল ফ্লাটফর্ম মূলত সিনেমা ও টেলিভিশনের দর্শক নিয়ে যাচ্ছে। যা কিনা এই বড় দুইটি মাধ্যমের জন্য অনেক বড় একটি হুমকি স্বরূপ।

তবে বলিউড সুপারস্টার শাহরুখ খান এমনটি মনে করেন না। তার মতে সিনেমা শুধু বড় পর্দার জন্যই না। সেটা ভিন্ন মাধ্যমেও দর্শকদের বিনোদন যোগাতে পারে।

এ প্রসঙ্গে শাহরুখ খান একটি সাক্ষাৎকারে বলেন, ‘ডিজিটাল ফ্লাটফর্ম সিনেমার জন্য হুমকি নয়। আসলে এখান থেকে বড় পর্দার অভিজ্ঞতা পাওয়া যায় না। এটি নির্দিষ্ট দর্শকদের জন্য নির্মিত হয়। যা ভারতের জন্য ক্ষতিকর কিছু নয়।

সম্প্রতি শাহরুখ খান অভিনীত বেশ আলোচিত সিনেমা ‘জিরো’ মুক্তি পেয়েছে। ছবিটির পরিচালনা করেছেন আনন্দ এল রাই।  সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। তবে সিনেমাটি বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি।

 

Bootstrap Image Preview