Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘শেখ হাসিনার প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা আছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে অভিনেতা মাহফুজ আহমেদের গ্রামের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবার। তবে এটি কোন রাজনৈতিক হামলা কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আমার গ্রামের বাড়িতে গতকাল সন্ত্রাসীরা হামলা করে। দরজা জানালা ভাঙচুর করেছে, ককটেল ফাটিয়েছে। কে বা কারা করেছে আমরা জানি না। হামলা চলাকালীন সময়ে বাড়িতে আমার বৃদ্ধা মা, ছোট ভাই ও তার ছোট ছেলে ছিল। আমার স্ত্রীও ছিল। তখন খুবই আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছিল। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। আমি স্থানীয় ওসি, এসপি সবাইকে জানিয়েছি। তারা আমাকে নিশ্চয়তা দিয়েছে, এটা আর কখনো হবে না। যারা করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।’

সম্প্রতি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা গেছে মাহফুজ আহমেদকে। ভিডিওবার্তায় নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন এই অভিনেতা। এখন সে কারণেই হামলা হলো কিনা সেটির সত্যতা জানতে অপেক্ষা করতে হবে।

নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘আমার জীবনে এমন ঘটনা আগে ঘটে নাই। আমি কোনো দলের কর্মীও না। কোনো দলের কর্মী হয়ে কাজ করিনি, করবোও না। তবে ব্যক্তিগতভাবে শিল্পীদের প্রতি, শিল্পের প্রতি, নাটক সিনেমার প্রতি, সাহিত্যের প্রতি শেখ হাসিনার যে মমতা, ভালোবাসা, খোঁজ খবর রাখা, এটা আমাকে মুগ্ধ করে। এই মুগ্ধতার কারণে উনার প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা আছে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত দূর্বলতা মানে কিন্ত দলীয় দূর্বলতা না। আমি কোনো দল করি না, করবোও না কখনো। আমি দলীয় রাজনীতি পছন্দ করি না। শিল্পীরা দলীয় রাজনীতি না করাই ভালো বলে আমি মনে করি।’

উল্লেখ্য, সন্ত্রাসী বাহিনী কর্তৃক মাহফুজ আহমেদ এর বাড়িতে হামলার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Bootstrap Image Preview