Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অনেকেই এসে বলেন, আমি তাঁদের প্রেরণা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৩১ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৩১ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা সংগীতশিল্পী নেহা কাক্কার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ১৫.৭ মিলিয়ন অনুসরণকারী রয়েছে। ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মৌসুমের প্রতিযোগী হিসেবে তাঁর উত্থান শুরু, বর্তমানে তিনি এই প্রতিযোগিতার একজন বিচারক। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিযোগী থেকে বিচারক হওয়া সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

নেহা কাক্কার বলেছেন, ‘যেখানেই যাই, লোকজন এমন করে যেন কত বড় সুপারস্টার এসেছে। ভাবতেই পারি না। একসময় ইন্ডিয়ান আইডলের অডিশনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। শীর্ষ আট-নয়জনের মধ্যে এসে বাদ পড়েছিলাম, আজ সেখানে বিচারকের আসনে আমি।’

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে বলি, আমার মনে হয় যেন স্বপ্নে বাস করছি। কখনো ভাবিনি এটা সত্যি হবে। একজন গায়িকা হিসেবে মানুষ আমাকে এত দিয়েছে, যা স্বপ্নেও ভাবিনি।’

লাইভ গানে খুব জনপ্রিয় নেহা। কিন্তু লাইভে গাওয়ার ক্ষেত্রে কঠিন দিক কোনটি এমন প্রশ্নের জবাবে নেহা বলেন, ‘দর্শককে বসিয়ে রাখা। ছোটবেলায় আমি স্টেজে ভজন গানের বহু অনুষ্ঠান করতাম। তবে আজকের পরিস্থিতি একদম আলাদা। লোকে আমাকে ভালোবাসে, তাই প্রত্যাশাও অনেক। অনেক সময় লোকে পাগলামি করে। একবার তো বেঙ্গালুরুতে একটি কলেজের অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল। একজন অসুস্থ হয়ে পড়েছিল।’

লাইভ পারফরমান্স নিয়ে তিনি আরও বলেন, ‘লাইভে আপনি তাঁদের সামনে পারফর্ম করছেন। যদি এমন পারফর্ম করেন, যা তাঁরা ভুলতে পারবে না; তা হলেই দর্শক ফিরে আসবে।’

সামনেই লক্ষ্ণৌতে শুরু হবে ইম্পেরিয়াল ব্লু সুপারহিট নাইট মিউজিক্যাল ট্যুর। সেখানে পারফর্ম করবেন নেহা কক্কর। ইন্ডিয়া ট্যুর নিয়ে উত্তেজিত নেহা হলেন, ‘লক্ষ্ণৌ, গুয়াহাটি, উদয়পুর, ইন্দোর, ভুবনেশ্বরে পারফর্ম করব।’

তরুণদের সঙ্গে যোগাযোগ করতে পারাটাকে গুরুত্বপূর্ণ বলে জানালেন ‘ম্যায় তেরা বয়ফ্রেন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী নেহা। ‘অনেকেই এগিয়ে এসে বলেন, আমি তাঁদের প্রেরণা। উচ্চতা কম হলেও নায়িকার মতোই ভিডিও পারফর্ম করি,’ জানান এ শিল্পী।

ইন্ডিয়ান আইডলে যাঁরা নেহাকে বিচারকের আসনে দেখেন, তাঁরা নিশ্চয়ই জানেন কী হাসিখুশি আর প্রাণবন্ত নেহা কক্কর। মানুষের সঙ্গে এই যোগাযোগই তাঁকে সুপারস্টার করেছে। সব শেষে এমনটাই মনে করেন নেহা।

 

 

 

 

 

Bootstrap Image Preview