Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বস্তাপচা ও অশ্লীল সিনেমা মাল্টিপ্লেক্সের দর্শকরাই দেখে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৫:০৪ PM আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বস্তাপচা ও অশ্লীল সিনেমা কারা দেখে? এমন প্রশ্নের উত্তর জটিলতা তৈরি করলেও খ্যাতনামা পরিচালক, অভিনেতা ও সংলাপ লেখক তিমাংশু ধুলিয়া বলেন, এমন ছবি এখন মাল্টিপ্লেক্সের দর্শকরাই দেখে! বলিউডি ফ্র্যাঞ্চাইজি ‘টোটাল ধামাল’-এর যখন জয়জয়কার চলছে, তখন এমন বিতর্কের জন্ম দিলেন তিনি তিমাংশু ধুলিয়া।

ধুলিয়ার মতে, ‘টোটাল ধামাল’-এর মতো ‘বস্তাপচা ও অশ্লীল’ সিনেমা এখনো প্রচুর টাকা কামিয়ে চলেছে। এমন সময় ধুলিয়া এ মন্তব্য করলেন, যখন বলিউডজুড়ে আলোচনা তুঙ্গে—বক্স অফিসে মধ্য-বাজেটের সিনেমাগুলো ইদানীং অসাধারণ সাফল্য পাচ্ছে।

তিমাংশু ধুলিয়া ‘পান সিং তোমার’ ও ‘সাহেব বিবি অর গ্যাংস্টার’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিখ্যাত। এই নির্মাতার মতে, দিন দিন দর্শকের রুচির অবনতি হচ্ছে।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিমাংশু বলেন, ‘দর্শকের রুচিই বদলে গেছে। একটু আলাদাও হয়ে গেছে। আগে আমরা ছবি বানাতাম সবার জন্য। এখন কিছু সিনেমা তৈরি হয় নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য। মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তসহ সাধারণ মানুষের রুচি ব্যাপকভাবে নিচে নেমে গেছে।’

নির্মাতা তিমাংশু বলেন, 'দর্শকের এই বদলে যাওয়া সমাজেরই প্রতিফলন। হঠাৎ করেই আপনার চোখে পড়বে, ‘ধামাল’-এর ছবিগুলো, যেগুলোর ট্রেইলারই এত বেশি আবর্জনাময় ও অশ্লীল, সেসবও ২০০ কোটি রুপির বেশি আয় করছে। এর মানে মাল্টিপ্লেক্সের দর্শকই এ ছবি দেখছে।'

উল্লেখ্য, ‘টোটাল ধামাল’-এ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জনি লিভার, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর একসঙ্গে হন নব্বইয়ের দশকের অন্যতম সেরা বড়পর্দার জুটি মাধুরী-অনিল।

গত বছর বড় বড় তারকার সিনেমা ব্যর্থ হতে দেখেছে হিন্দি চলচ্চিত্র অঙ্গন। ‘রেস থ্রি’ থেকে শুরু করে ‘থাগস অব হিন্দোস্তান’ ও ‘জিরো’—সালমান-আমির-শাহরুখ খান অভিনীত এ ছবিগুলো বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। অন্যদিকে ‘স্ত্রী’, ‘অন্ধধুন’ ও ‘বাধাই হো’ বক্স অফিসে অনেক টাকা কামিয়েছে। এই পরিচালকের মত, হুট করেই সবকিছু বদলে গেছে।

সম্প্রতি তিমাংশু ধুলিয়া তাঁর ‘মিলান টকিজ’ ছবির প্রচারণায় ব্যস্ত। সেই ২০১২ সাল থেকে এই ছবি নির্মাণের পরিকল্পনা তাঁর।

বক্স অফিসে নিজের ছবি ভালো করছে না বলে কি হতাশ? এমন প্রশ্নের জবাবে তিমাংশু বলেছেন, ‘সত্যিই তা না। আমার হতাশা তখনই আসে, যখন মনের মতো সিনেমা বানাতে চেয়েও পারি না। সে-ই বড় হতাশার জায়গা।’

‘মিলান টকিজ’-এ অভিনয় করেছেন আলি ফজল, শ্রদ্ধা শ্রীনাথ, সিকান্দার খের ও আশুতোষ রানাসহ অনেকে। ছবিটি লিখেছেন তিমাংশু ও কমল পান্ডে। আগামী ১৫ মার্চ মুক্তি পাবে ছবিটি।

Bootstrap Image Preview