Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শহরজুড়ে চলছে কঠোর তল্লাশি, গাড়ি থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৭:৩৫ PM
আপডেট: ২০ নভেম্বর ২০২২, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। এরপর ঢাকা শহরজুড়ে চলছে পুলিশের তল্লাশি।

এর অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট থানার অধীন ঢাকা কলেজ এলাকার সড়ক ও বাটা সিগন্যালে চলছে পুলিশের কঠোর তল্লাশি।

রোববার দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। সরেজমিনে সন্ধ্যার দিকে দেখা যায়, ঢাকা কলেজের সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। পাঁচজন পুলিশ সদস্য চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সন্ধ্যায় নিউমার্কেট এলাকায় যানজটের কথা বিবেচনা করে শুধু সন্দেহভাজন গাড়ির গতিরোধ করা হচ্ছে।

ঢাকা কলেজের সামনের সড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা বলেন, সতর্ক থেকে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।

রাজধানীর নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, নিউমার্কেট থানার অধীনে ঢাকা কলেজের সামনে ও বাটা সিগন্যাল এলাকায় চেকপোস্টে তল্লাশি চলছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে যানজটের কথা বিবেচনায় শুধু সন্দেহভাজনদের গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

Bootstrap Image Preview