Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একসঙ্গে ৪ কবর খুঁড়লেন সাবেক ইউপি সদস্য!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৭:০০ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ০৭:০০ PM

bdmorning Image Preview


নিজের জন্য কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন সাবেক ইউপি সদস্য ডাব্লিউ তালুকদার। শুধু নিজের জন্য নয়, স্ত্রী ও সন্তানদের জন্য আরো চারটি কবর খুঁড়েছেন তিনি। শনিবার (১৯ নভেম্বর) সকালে ওই কবরগুলো খোঁড়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় ওই এলাকায় আলোড়নের সঙ্গে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

দুই ভাইয়ের মধ্যে পৈতৃক ভিটায় একতলার পাকা ভবনের দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।  

ডাব্লিউ তালুকদার উপজেলার রাজিহার ইউনিয়নের চেগুটিয়া গ্রামের মৃত তোতা তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে ডাব্লিউ তালুকদারের বাবা একটি একতলা পাকা ভবন নির্মাণ করেন। নির্মাণের কিছুদিন পর দেনার দায়ে তিনি ওই ভবন আপন ভাই বাহালুল তালুকদার ওরফে তারেকের কাছে বিক্রি করেন।

বাহালুল তালুকদার ভবনটি বসবাসের উপযোগী করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই ভবনের মালিকানা দাবি করে ডাব্লিউ তালুকদার টাকা দাবি করেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করেন তিনি।

বাড়ি ফিরে না পেয়ে ভবনের নির্মাণ ব্যয়ের অর্থ দাবি করেন। দাবীকৃত টাকা না পেয়ে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে নিজের জন্য নিজেই একটি কবর খোঁড়েন। পাশাপাশি স্ত্রী ও সন্তানদের জন্য আরো চারটি কবর খুঁড়ে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করার হুমকি দেন ডাব্লিউ তালুকদার।  

ডাব্লিউ তালুকদার জানান, আমি পরিবারসহ ঢাকায় এক বছর আগে বেড়াতে গেলে আমার ভবনের তালা ভেগে বড় ভাই বাহালুল তালুকদার দখলে নিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। আমার ভবন ফিরে পাওয়ার জন্য বিভিন্ন লোকজনের কাছে ধরনা দিয়েও কোনো সমাধান পাইনি। যার কারণে আমি অন্যের বাড়িতে ছেলে-মেয়ে, স্ত্রী নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি। ভবনের সমাধান না পেলে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করার জন্য কবর খুঁড়েছি।

এ ব্যাপারে তাঁর বড় ভাই বাহালুল তালুকদার বলেন, 'ভবনটি আমাদের বাবা নির্মাণ করলেও আমার ছোট ভাই ডাব্লিউ তালুকদার সেখানে বসবাস করত। সে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ শোধ করতে আমার কাছে ২৬ লাখ টাকায় ওই ভবন বিক্রি করে। '

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ডাব্লিউ তালুকদারের লিখিত অভিযোগ পেয়েছি। কবর খোঁড়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কবর খোঁড়ার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview