Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, আপস লাখ টাকায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কিশোরগঞ্জের স্বদেশ হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় এক লাখ টাকায় আপস করা হয়েছে। শুক্রবার রাতে ওই হাসপাতালে স্থানীয় নেতারা ও হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন।মীমাংসার বিষয়টি মারা যাওয়া নারীর ভাই মো. রকি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তবে তারা এক লাখ টাকা এখনো পাননি বলে জানান। গত রোববার ভৈরবের মিরারচর গ্রামের সুবেল মিয়ার স্ত্রী তাহমিনা বেগম স্বদেশ হাসপাতালে ভর্তি হলে ওই দিনই তার সিজার করা হয়। ভুল সিজারে নবজাতকের মা মারা যান। 

নিহতের ভাই রকি বলেন, আমরা গরিব মানুষ। মামলা করে কী হবে। ঘটনার পর হাসপাতালের মালিক পক্ষ আমাদের হুমকি দিতে থাকেন। পরে স্থানীয় নেতাদের অনুরোধে শুক্রবার রাতে হাসপাতালে বসে আপস করি। তাহমিনার গর্ভে জন্ম নেওয়া শিশুর লালন-পালনের খরচ বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ এক লাখ টাকা জরিমানা দেওয়ার রায় হয় বিচারে। তবে নগদ টাকা দেননি তারা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে টাকা দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

হাসপাতালের মালিক মাজহারুল করিম বলেন, কোনো ডাক্তার ইচ্ছা করে রোগী মারেন না। সিজারের সময় শারীরিক সমস্যায় তার মৃত্যু হয়। মানবিক কারণে নেতাদের অনুরোধে আপস হয়েছে। শিশুটিকে লালন-পালনে আমরা এক লাখ টাকা দেব বলে স্বীকার করেছি।

Bootstrap Image Preview