Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাগ্‌বিতন্ডা থেকে রক্তারক্তি, দীর্ঘ হচ্ছে লাশের সারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ AM

bdmorning Image Preview


চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছেন লোকজন। ঘটছে একের পর এক খুনের ঘটনা। কখনো সন্তানের হাতে পিতা-মাতা, স্বামীর হাতে স্ত্রী কিংবা নিকটাত্মীয়ের হাতে রক্ত ঝরছে কারোর। বিশেষজ্ঞ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের মতে- সামাজিক অবক্ষয় ও জনসচেতনতার অভাবই এজন্য দায়ী। এসব রোধে তারা সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন।

অপরাধ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, ‘সামাজিক অবক্ষয়, প্রাপ্তি ও প্রত্যাশার ব্যবধানসহ নানা কারণে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেছে। হয়ে পড়ছেন ধৈর্যহারা। অল্পতে উত্তেজিত হয়ে খুনের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে লোকজন। তিনি বলেন, এসব রোধে সামাজিক সচেতনতা সবচেয়ে জরুরি।’

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘বাগ্‌বিতন্ডার জেরে খুনের বিষয়টা আমাদেরও নজরে এসেছে। কিন্তু এসব ঘটনায় আগে থেকে আমাদের কিছুই করার থাকে না। তবে আমরা চেষ্টা করি ঘটনার সঙ্গে সঙ্গেই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার।’

জানা যায়, বাগ্‌বিতন্ডার জের ধরে চট্টগ্রামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। ৫ সেপ্টেম্বর রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বাগ্‌বিতন্ডার জের ধরে ছেলে হেলাল উদ্দিন কুপিয়ে হত্যা করেন পিতা বেলাল হোসেনকে। তার একদিন আগে একই উপজেলার পৌর সদর এলাকায় খোরশেদ আলম নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেন আরাফাত নামে এক যুবক। ২৫ আগস্ট রাতে নগরীতে স্ত্রী শিরিন আকতারকে খুন করেন স্বামী আলী আজগর। ১৮ আগস্ট পটিয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আকতারকে গুলি করে হত্যা করেন সন্তান মাঈনুল ইসলাম। ১২ জুলাই নগরীর চকবাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সৌরভ খান সোহাগ নামে এক যুবককে। ২৩ মে হাটহাজারীর থানার আমানবাজার এলাকায় কাঁঠাল ভাঙা নিয়ে তর্কাতর্কির জের ধরে গৃহকত্রী মর্জিনা বেগমকে কুপিয়ে হত্যা করেন গৃহকর্মী সঞ্চিতা চাকমা। ২৬ মার্চ হাটহাজারীর বুড়িশ্চর এলাকায় স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হন স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

Bootstrap Image Preview