Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পকেটে ইয়াবা ভরে আসামি বানানো সেই পুলিশসহ ও দুই সোর্স রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পথচারীর পকেটে মাদক দিয়ে তাকে মামলার আসামি বানানোর ঘটনায় একটি বেসরকারি টিভির সংবাদ প্রচারের পর সেই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অভিযুক্তদের পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত এ‌এস‌আই মাহবুব ও সোর্স সোহেল এবং রুবেলের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৭ সেপ্টেম্বর এএসআই মাহবুবুল আলমের পথচারীর পকেটে ইয়াবা ভরে তাকে ফাঁসানোর চিত্র ধরা পড়ে একটি বেসরকারি টিভির ক্যামেরায়।

সেখানে দেখা যায়, পল্লবী থানার সাদা পোশাকধারী এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে ভুক্তোভোগী খলিলের পকেটে পুরে দেন।

তারপর উল্টো তাকেই মারধর করতে করতে একটি অটো রিকশায় তুলে নেন অভিযুক্ত এএসআই।

নগরীর খিলক্ষেত এলাকার ঘটা সেই ঘটনার ভিডিও, ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেসময় এএসআই মাহবুবুল আলম প্রতিবেদকের কাছে দাবি করেন, কয়েকদিন ধরেই খলিলকে ধরতে তারা অভিযান চালিয়ে আসছিল। সর্বশেষ খিলক্ষেতে এলাকায় তাকে ধরতে সক্ষম হয়েছেন। উদ্ধার হয়েছে ১৩৫ পিস ইয়াসা।

পরে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সে সময় বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এএসআই মাহবুব আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংশ্লিষ্ট একটি মামলাও হয়েছে।

Bootstrap Image Preview