Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমি নায়িকার হাত ধরেছি, নায়িকারে কোলেও নিছি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাম্প্রতি মুক্তি পেয়েছে চলচ্চিত্র  ‘ভাইয়ারে’। নানা কারণে এই চলচ্চিত্র নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সিনেমাটি মুক্তির পর ছবিটির নায়ক রাসেল মিয়ার মন্তব্য চারদিকে শোরগোল ফেলে দিয়েছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সিনেমাটিকে ‘পাপমুক্ত’ হিসেবে দাবি করেন। কসম খেয়ে এই দাবি করতে করতে কেঁদে ফেলেন অভিনেতা। 

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাসেল মিয়াকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘আল্লাহ্‌র কসম, একদম কোরআন শরিফের ওপর হাত রেখে বলি এটা আসলেই একটা পাপমুক্ত ছবি। এই ছবি করতে গিয়ে কোনো অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার একটা মেয়ের হাত পর্যন্ত ধরে নাই।

রাসেলের বাষ্পরুদ্ধ কণ্ঠের ভিডিও ছড়িয়ে পড়ার পর সিনেমায় কয়েকটি দৃশ্যের ছবিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় তিনি অভিনেত্রীর হাত ধরেছেন, এমনকি আরও ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে।

তবে এখন সমালোচনার মধ্যে পড়ে রাসেল মিয়া এবার দাবি করছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ‘পাপমুক্ত’ সিনেমা বলে কিছু নেই। তিনি আবেগের বশে ভিডিওতে আগের বক্তব্যটি দিয়েছিলেন। তবে সিনেমার জগৎ বশ করে ফেলেছে রাসেলকে, তাই ‘পাপ’ থাকলেও অভিনয় ছাড়তে রাজি নন তিনি।

সোমবার রাসেল গণমাধ্যমকে  বলেন, ‘সিনেমার বাইরে একটা বেগানা মেয়ের হাত ধরা অবশ্যই পাপ এবং সিনেমার মধ্যে আমি যে একটা মেয়ের হাত ধরেছি এটাও পাপ। একজন মুসলমান হিসেবে বলব, আমি কোথাও পাইনি সিনেমা করলে মানুষ (পাপমুক্ত থাকে)…।

‘আমি সব জায়গায় পেয়েছি (পাপমুক্ত) সিনেমা, এটা নাই। পবিত্র কোরআন, হাদিসে সিনেমা করার পারমিশন কোথাও নাই। আমি এটা জানি, কিন্তু আমার মন সেদিকে (সিনেমা) চলে গেছে। আমি বের হতে পারছি না, আমি কী করব বলেন?’

রাসেল যেন অনেকটা ‘জেনেশুনেই বিষ পান করা’র সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি বলেন, ‘আমি জেনেশুনেই এই পাপ করতেছি এবং আল্লাহ্‌র কাছে ক্ষমাও চাচ্ছি। আল্লাহকে বলেছি আমার আবেগ সিনেমা-নাটকে চলে আসছে, আপনি আমাকে মাফ করে দিয়েন।’

তবে নিজের পক্ষে কিছু যুক্তিও দাঁড় করিয়েছেন রাসেল।

তিনি বলেন, ‘সিনেমা যে পাপমুক্ত বা সিনেমা হালাল- আমি এটা কিন্তু বলিনি। এই ছবি করতে গিয়ে আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি। আমি বোঝাতে চেয়েছি, ব্যক্তি পাপ ছাড়াও বাংলাদেশে অসংখ্য ছবি হয়।

‘সিনেমায় অভিনয় করতে গিয়ে যে মেয়েদের হাত ধরেনি সেটা না। আমি বোঝাতে চেয়েছি- আছে না ব্যক্তিগতভাবে কারও হাত ধরা, তার সঙ্গে আলাদা একটু সময় কাটানো… (সেটি হয়নি)।’

রাসেল মিয়া বলেন, ‘আমি বলতে চেয়েছি সিনেমার বাইরে আমরা কেউ হাত ধরিনি। শুটিং চলাকালে তো আমি নায়িকার হাত ধরেছি, নায়িকারে তো কোলেও নিছি। এই হাত ধরা, আর সেই হাত ধরার মানে তো এক না। হাত ধরা ছাড়া কি ছবি হয়!’

নতুন আরও একটি সিনেমা নিয়ে আসছেন বলে জানান রাসেল। তিনি বলেন ‘খুব শিগগিরই সাংবাদিকদের ডেকে জানানো হবে।’

অভিনয়ে নিজেকেই নিজের আইডল মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাসেল। তিনি বলেন, ‘আমার নিজস্ব যে কোয়ালিটি আছে, আমি ওটাই চেষ্টা করি আমার মতো করে উপস্থাপনের জন্য।’

সিনেমা জগতে আসার পরিক্রমা জানিয়ে রাসেল বলেন, ‘ভাইয়ারে ছবিটা করার আগে আমার ছোট ছোট কনটেন্ট আছে ১০৭টার মতো। বিভিন্ন মেসেজের ওপর কনটেন্টগুলো করা। সেগুলো ইউটিউবে আছে।

‘আমি যে একেবারে কোনো কাজ করিনি সেটা না। ফার্স্ট টাইম সিনেমাতে আসছি, দর্শকদের যে সাড়া পাচ্ছি…। ভাবছিলাম যে আর সিনেমায় থাকব না, এই অভিনয়-টভিনয় করব না। এটা ক্যাচালের জায়গা। কিন্তু না, যেহেতু দর্শক চায় তাই বাঁচি-মরি সব আল্লাহ্‌র হাতে। কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ।’

‘ভাইয়ারে’ সিনেমাটি ৫টি হলে মুক্তি পেয়েছে। রাসেল মিয়া মনে করেন, পরের সপ্তাহে হল সংখ্যা বাড়বে।  

সিনেমাটি ২৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এটি প্রযোজনা করেছেন ফখরুল হোসেন। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহমেদ। ‘ভাইয়ারে’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। গান গেয়েছেন এসআই টুটুল, মনির খান ও সুলতানা ইয়াসমিন লায়লা।

Bootstrap Image Preview