Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝামেলা এড়াতে সাপেকাটা ছাত্রলীগ নেতাকে রেফার্ড, পথেই মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ০১:৩০ PM
আপডেট: ৩০ আগস্ট ২০২২, ০১:৩০ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিষধর সাপের ছোবলে মো. পারভেজ বেপারী (২৫) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীর ভ্যাকসিন পাওয়া গেলে তাকে বাঁচানো সম্ভব হতো। আর স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, ভ্যাকসিন ছিল; তবে লাইফ সপোর্টের ব্যবস্থা না থাকায় ঝামেলা এড়াতে ভ্যাকসিন না থাকার কথা বলা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বৌলতলী গ্রামের নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভ্যাকসিন না থাকায় চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজ বৌলতলী গ্রামের মো. হান্নান বেপারীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন।

পারভেজের ছোট ভাই মো. পলাশ বেপারী বলেন, ‘প্রতিদিনের মতো আমরা দুভাই একসঙ্গে ঘুমিয়েছি। রাত দেড়টার দিকে পারভেজ ভাই আমাকে জানান, তার ডান হাতের আঙুলে কীসে যেন কামড় দিছে। এরপর থেকে তিনি চোখে ঝাপসা দেখছিলেন। আমরা সঙ্গে সঙ্গে রশি দিয়ে তার হাত বেঁধে দেই এবং লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের কাছে সাপেকাটা রোগীর ভ্যাকসিন নেই। তারা ঢাকায় নিয়ে যেতে বলেন। আমরা মিলফোর্ড হাসপাতালে গেলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’

পলাশের দাবি, যদি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীর ভ্যাকসিন পাওয়া যেত তাহলে তার ভাইকে বাঁচানো সম্ভব হতো।

তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহিন বলেন, ‘রোগীর অবস্থা এমন ছিল যে লাইফ সাপোর্ট দরকার হতো। সেই ব্যবস্থা না থাকায় ভ্যাকসিন থাকা সত্ত্বেও প্রয়োগ করা যায়নি। ঝামেলা এড়াতে ভ্যাকসিন না থাকার কথা বলা হয়েছে।’

Bootstrap Image Preview